TMC News: 'বিজেপি কর্মী সমর্থকরা ঘর চাইলে তাদের দাদার কাছে যান', বিতর্কিত মন্তব্য TMC নেতার
ABP Ananda Live: 'বিজেপি কর্মী সমর্থকরা ঘর চাইলে তাদের দাদার কাছে যান, ঘর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাউকে ধরে লাভ নেই।' বিতর্কিত মন্তব্য করলেন পটাশপুরের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি।
'১০০ দিনের টাকা পাচ্ছে না, কেন্দ্রীয় আবাস যোজনা বন্ধ হয়ে গেছে, গরু বালি এগুলোর মন্দা চলছে । গরীব মানুষদের বাড়ি দেবার জন্য এই প্রজেক্ট না, সরকারি টাকা যাতে লুঠ করতে পারে, তার জন্য এই প্রজেক্ট তৈরি করা হয়েছে', আক্রমণ সজলের । ফের বিতর্কের কেন্দ্রে আবাস যোজনা। এবার কাটোয়ায় আবাস যোজনাকে কেন্দ্র করে শুরু বিতর্ক। 'হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙিতে ২০০ পরিবারের বাস, আবাসে নাম নেই কারও'। ''বিডিও অফিসে আবেদন সত্ত্বেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়'। অভিযোগ হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙি গ্রামের বাসিন্দাদের। ২০১৭-১৮ সালে তৈরি তালিকায় ধুমসাডাঙি গ্রামের কারও নাম নেই, স্বীকার বিডিও-র। অনেকে আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু নতুন করে তালিকায় নাম ঢোকানো সম্ভব নয়।