Jamuria News: কয়লা খনি ভরাটের সামগ্রী বোঝাই ট্রাক আটকানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ABP Ananda Live
ABP Ananda Live: তোলা আদায়ে জামুড়িয়ায় ECL-র কয়লা খনি ভরাটের সামগ্রী বোঝাই ট্রাক আটকানোর অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।থানায় নালিশ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। পাল্টা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্ত শাসক-নেতা। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
ট্রাক পিছু ৫ হাজার টাকা করে তোলাবাজির অভিযোগ। আর সেখানেও নাম জড়াল তৃণমূল নেতার। এই ঘটনা পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ECL-এর কাজোড়া খনি এলাকায়।খনি ভরাটের জন্য যে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অভিযোগ, তাদের কাছে ট্রাক পিছু তোলা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতা ও জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিংহ। টাকা না দেওয়ায়, দিন দশেক ধরে বন্ধ রয়েছে ট্রাক চলাচল।
এই ঘটনায় তৃণমূল নেতা-সহ কয়েকজনের বিরুদ্ধে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে ECL কর্তৃপক্ষ। বেসরকারি সংস্থার তরফেও আরেকটি অভিযোগ হয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে, পাল্টা পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছেন তৃণমূল নেতা।