WB News: 'ইচ্ছে মতো জল ছাড়ছে DVC, রাজ্যের কথায় গুরুত্ব দিচ্ছে না', ফের মুখ্যমন্ত্রীর নিশানায় DVC
ABP Ananda LIVE: ভারী বৃষ্টিতে ভাসছে জেলা, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় DVC। 'ইচ্ছে মতো জল ছাড়ছে DVC, রাজ্যের কথায় গুরুত্ব দিচ্ছে না'। 'রাজ্য সরকারের কথায় গুরুত্ব দিচ্ছে না DVC'। 'অতি বৃষ্টির জেরে দুর্ভোগে মানুষ'। 'নিচু এলাকায় থাকা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরান'। 'জেলা প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণ মজুতের নির্দেশ'। 'বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা রুখতে সতর্কতামূলক প্রচার করতে হবে'। 'দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের চেষ্টা'। 'ঘাটাল মাস্টার প্ল্যান চালু হলে বহু মানুষ উপকৃত হবে'। 'DVC জল ছাড়ছে, পরিস্থিতির দিকে নজর রাখুন জেলাশাসকরা'। 'প্লাবিত এলাকায় নজরদারি চালাবে বিশেষ টিম'। 'নজরদারির জন্য প্রতিটি টিমে ৩ জন করে সচিব থাকবেন'। 'ত্রাণ শিবিরে যেন খাবারের অভাব না থাকে'। 'স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে লাগাতে হবে'।
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু, রাতের অন্ধকারেই প্রশান্ত মহাসাগরে অবতরণ, চোখ ভিজল মায়ের
ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla)


















