Mamata Banerjee: দার্জিলিং থেকে মাত্র ৪৫ মিনিট দুরত্বে, উত্তরবঙ্গের ট্যুরিস্ট স্পট 'ভোরের আলো': মমতা
ABP Ananda Live: অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য বিশেষ আবাসন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সরকারি জমিতে নিউটাউনে বহুতল আবাসন তৈরি করা হয়েছে। লটারির মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ায় সেখানে ফ্ল্যাট কেনা যাবে বলে জানিয়েছেন। মমতা জানিয়েছেন, আবাসন প্রকল্পে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। নিজের টাকাতেই সকলের মাথাগোঁজার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। (Mamata Banerjee)
নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পাশে পার্কিং-সহ বহুতল আবাসন প্রকল্পের ছবি এদিন সামনে আনেন মমতা। অর্থনৈতিক ভাবে দুর্বল ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষের জন্য ‘নিজন্ন’ আবাসনের উদ্বোধন করেন মমতা। জানান, ‘নবান্ন’র সঙ্গে মিলিয়েই এই নাম রাখা হয়েছে। বহুতল আবাসনটি ৭ একর জায়গা জুড়ে অবস্থিত। ৩০০ স্কোয়্য়ার ফিটের ৪৯০ট টি 1BHK ফ্ল্যাট রয়েছে সেখানে। (Kolkata News)
বর্ষায় বেহাল রাস্তা নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, 'আমি দেখেছি কীভাবে রোগীদের নিয়ে যেতে হচ্ছে..', এবার হুঁশিয়ারি বিচারপতি সেনের
বিচারপতি সেন বলেন, 'সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দফতর কাজ না করলে, আদালতকেই কিছু করতে হবে। কলকাতার বিভিন্ন অংশ, তারাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ। বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ। রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন। আমি দেখেছি কীভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে। জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না, পাম্প লাগান', এদিন পরামর্শ দিয়েছেন বিচারপতি সেন। প্রায় প্রতিটা বর্ষায় খারাপ রাস্তার জেরে ভোগান্তি পড়তে হয়, ইতিমধ্যেই বারবার তা নিয়ে ক্ষোভপ্রকাশের ছবি প্রকাশ্যে এসেছে। তারই ফের জ্বলন্ত উদাহরণ দেখা গেল এবার পশ্চিম মেদিনীপুরে।ফের খাটিয়ায় চেপে হাসপাতালে যেতে দেখা গেল রোগীকে। বর্ষায় কেশপুরের সেই বেহাল রাস্তার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বেহাল রাস্তায় গাড়ি ঢুকতে না পারায় বাড়িতেই পড়েছিলেন আরেক রোগিণী। ছবি ভাইরাল হতেই এবার টনক নড়েছে প্রশাসনের। ঘটনাস্থলে আসেন বিডিও। অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা বিডিও-র। অবিলম্বে রাস্তা মেরামতির আশ্বাসও দিয়েছেন তিনি।

















