এক্সপ্লোর
Tapas Roy: 'আমার বাড়িতে ইডি অভিযানের পর সৌগত রায়ের বিবৃতি আশা করেছিলাম', অভিমানী তাপস
লোকসভা ভোটের মুখে অভিমানী তৃণমূল বিধায়ক তাপস রায়। সৌগত রায়কে নিয়ে বিস্ফোরক বরানগরের তৃণমূল বিধায়ক। গতকাল বরানগরে দলের কর্মিসভায় দমদমের তৃণমূল সাংসদের সামনেই অভিমানের কথা জানান তাপস রায়। 'আমার বাড়িতে ইডি অভিযানের পর সৌগত রায়ের একটা বিবৃতি আশা করেছিলাম'। 'সৌগত রায়ের সামনেই বলেছি, তাঁর একটা বিবৃতি আশা করেছিলাম'। 'বিরোধী দলের নেতারাও আমার পাশে দাঁড়িয়েছেন'। এবিপি আনন্দে বিস্ফোরক তৃণমূল বিধায়ক তাপস রায়। 'কংগ্রেস বা বাম আমলে আমার বাড়িতে কোনও দিন পুলিশ ঢোকেনি'। কেন ইডি এল, সেটাই জানার চেষ্টা করছি, মন্তব্য তাপস রায়ের।
তাপস রায়ের মন্তব্যের পরও 'নীরব' সৌগত রায়।
জেলার
ভোটারদের মুচলেকা নিচ্ছে কমিশন, অভিযোগ BLO ঐক্য মঞ্চের
আরও দেখুন


















