RG Kar Protest: বাঁকুড়ার সাংসদের বিতর্কিত মন্তব্য! পাল্টা তোপ প্রাক্তন বিজেপি সাংসদের। ABP Ananda Live
আরজি কর কাণ্ডের আবহে ফের বিতর্কে বাঁকুড়ার তৃণমূল সাংসদ। পাল্টা তোপ বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের। এবার বিরোধীদের কুকুর বলে আক্রমণ করেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। 'এঁরা খুব বেড়ে গেছে, বলছে সরকারি অনুদান নেবে না, পারলে মিছিল করে দেখাক', বিরোধীদের কুকুর বলে আক্রমণ করে চ্যালেঞ্জ অরূপ চক্রবর্তীর। তৃণমূল নেত্রীর সুরে দলীয় কর্মীদের 'ফোঁস' করতে নির্দেশ। বিষ দাঁত দেখাতে এলে মানুষই ভেঙে দেবে, পাল্টা বিজেপির প্রাক্তন সাংসদ সুভাষ সরকার।
আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদের মধ্যেই বিজেপি কর্মীদের জিভ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর। বিজেপি নেতাদের পা ভেঙে দেওয়ার হুমকি বাঁকুড়ার আরও এক তৃণমূল নেতার। 'বিজেপি নেতারা অশান্তি তৈরির চেষ্টা করলে ঠ্যাং ভেঙে দিন', মহিলাদের নির্দেশ তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সম্পাদকের। মানুষ জবাব দেবে, পাল্টা বিজেপি।