TMC News: ফের জেলাওয়াড়ি বৈঠকে অভিষেক। জলপাইগুড়ি, মালদার নেতৃত্বের উদ্দেশে দিলেন কড়া নির্দেশ
ABP Ananda LIVE : জলপাইগুড়ির ৭টি বিধানসভায় ৭টিতেই জিততে হবে। জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে ফের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক হয়ে লড়তে মালদার নেতাদের নির্দেশ।ফের জেলাওয়াড়ি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি, মালদার নেতৃত্বের সঙ্গে বৈঠক। '৭টি বিধানসভায় ৭টিতেই জয়ের লক্ষ্যে ঝাঁপাতে হবে'। জলপাইগুড়ির নেতৃত্বকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের: সূত্র । 'বাংলাদেশি সন্দেহে অত্যাচার, এই ইস্যুতেও মানুষের কাছে যেতে হবে'। 'সবাইকে এক হয়ে একটা দল হিসেবে কাজ করতে হবে'। জেলা নেতৃত্বকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Supreme Court: ‘অন্য রাজ্যে কি বেশি DA দেওয়া হয়?’, জানতে চাইল সুপ্রিম কোর্ট, বিকাশরঞ্জন বললেন...
মহার্ঘভাতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে (DA Case)। সেই শুনানি চলাকালীন এবার অন্যান্য রাজ্যের সরকারি কর্মীরা কত হারে DA পাচ্ছেন, জানতে চাইল শীর্ষ আদালত। সেই সংক্রান্ত উদাহরণও দিতে বলা হল। কর্মচারী সংগঠনের আইনজীবী জানালেন, তাঁদের কাছে তেমন উদাহরণ রয়েছে। বুধবার দ্বিতীয় দিন আদালতে DA মামলার শুনানি হল। (Supreme Court)
এর আগে, মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবীদের কথা শোনে আদালত। বুধবার কর্মচারী সংগঠনের আইনজীবী রাজ্য সরকারি কর্মীদের অবস্থান তুলে ধরেন। সেই শুনানি চলাকালীন বিচারপতি পিকে মিশ্র জানতে চান, "অন্য রাজ্যের সরকারি কর্মীরা কি বেশি DA পান? দিল্লির বঙ্গভবনে বা চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারের কর্মীরা বেশি DA পান কি? তেমন হলে উদাহরণ দিন।" এতে কর্মচারী সংগঠনের আইনজীবী বলেন, "নিশ্চয়ই, আমাদের কাছে উদাহরণ আছে।" (DA Case)


















