Anubrata Mondal: ৭ দিন পর হাজিরা কেষ্টর, ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বেরনোর সময় মুচকি হাসি
ABP Ananda Live: বোলপুর থানার IC-কে কদর্য ভাষায় গালিগালাজ করার সাত দিন পর অবশেষে পুলিশের কাছে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। চিকিৎসকের পরামর্শে পাঁচ দিনের বেড রেস্ট শেষ হতেই, বোলপুরের SDPO-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি। যদিও ঘণ্টাদুয়েক পর হাসিমুখেই বেরিয়ে এলেন অনুব্রত। আর অনুব্রত মণ্ডলের এই হাজিরা নিয়ে গত এক সপ্তাহ ধরে চলল হাজারো টানাপোড়েন। এদিকে অনুব্রতর এদিনের হাজিরার নেপথ্যেও 'সেটিং' দেখছে বিরোধীরা।
অনুব্রতর কদর্য হুমকিকাণ্ডে, রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। চিঠি পাওয়ার ৭২ ঘণ্টার মধ্য়ে তদন্ত কোথায় দাঁড়িয়ে এবং অ্য়াকশন টেকেন রিপোর্ট দিতে বলল কমিশন। P-র উদ্দেশে চিঠিতে অত্য়ন্ত জাতীয় মহিলা কমিশনের তরফে কড়া ভাষায় লেখা হয়েছে--- "এই অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলকে IC-র মা এবং স্ত্রীর উদ্দেশে অশ্লীল, নোংরা, অপমানজনক ভাষা ব্য়বহার করতে শোনা গেছে। মহিলাদের, বিশেষত একজন সরকারি আধিকারিকের পরিবারের সদস্য়দের বিরুদ্ধে এধরনের হুমকি শুধু নৈতিক এবং সামাজিক অপমান নয়। ভারতীয় ন্য়ায় সংহিতার একাধিক ধারা অনুযায়ী গুরুতর ধর্তব্য়যোগ্য় অপরাধ।" পাশাপাশি চিঠিতে জাতীয় মহিলা কমিশনের তরফে লেখা হয়েছে--- "জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হওয়া সত্ত্বেও, এবিষয়ে রাজ্য় পুলিশের তরফে যে নিষ্ক্রিয়তা দেখা গেছে, তাতে কমিশন অত্য়ন্ত উদ্বিগ্ন। এধরনের নিষ্ক্রিয়তা শুধু অপরাধীদের উৎসাহিত করে না, পুলিশ বাহিনীর মনোবলকে তলানিতে পৌঁছে দেয় এবং পুলিশের নিরপেক্ষতা এবং তৎপরতা নিয়ে মানুষের ভরসার জায়গাটা নাড়িয়ে দেয়।"


















