Anubrata Mondal: অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন কেষ্ট, এটা কি কোনও কৌশল? উঠছে প্রশ্ন
ABP Ananda Live: অসুস্থতার কারণ দেখিয়ে দু'দিন হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। এটা কি কোনও কৌশল? এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, অনুব্রত মণ্ডলের অতীতের কথা। গরুপাচার মামলায় তাঁকে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার তলব করেছিল, তখনও অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। এমনকী তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। যদিও তাঁর দাবি ছিল, হাসপাতালের সুপারই তাঁকে অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে বলেছিলেন। আর হাসপাতাল সুপারের দাবি ছিল, স্বাস্থ্য দফতরের নির্দেশেই তৃণমূল নেতার বাড়িতে চিকিৎসককে পাঠানো হয়েছিল।
SDPO অফিসে হাজিরা এড়াতে অনুব্রত মণ্ডল যে মেডিক্য়াল সার্টিফিকেট পুলিশকে দিয়েছেন, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। মলয় পিট, যিনি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত, তাঁর মেডিক্য়াল কলেজের এক চিকিৎসক সই করেছেন ওই সার্টিফিকেটে। যিনি রামপুরহাট ১ নম্বর ব্লকের মেডিক্যাল অফিসার। প্রশ্ন উঠছে, তবে কি প্রভাব খাটিয়েই মেডিক্য়াল সার্টিফিকেট বের করিয়েছিলেন অনুব্রত মণ্ডল? যদিও এনিয়ে সুস্পষ্ট করে কিছু বলতে পারেননি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয় পিট।


















