Anubrata Mondal: অডিও ভাইরালের ৪ দিন পার, কেষ্টর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করেনি পুলিশ
ABP Ananda Live: বোলপুর থানার IC-কে কদর্য ভাষায় হুমকি। সেই অডিও ভাইরাল হওয়ার পর চারদিন কেটে গেছে। কিন্তু এখনও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করেনি পুলিশ। দ্বিতীয়বার হাজিরা এড়ানোর পরে তাঁকে নোটিসও দেওয়া হয়নি। তারপরেও তাঁকে জেরাটুকুও করল না পুলিশ। তাহলে কি রাজনৈতিক চাপের কাছেই কি মাথা নোয়াচ্ছে পুলিশ? এই প্রশ্ন যখন উঠছে, তখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, "পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়। তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে ভয় পায়।" অধীর চৌধুরী বলেছেন, "বাংলার মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না। তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে তো চলতে দেয় না।" অন্যদিকে পুলিশ অফিসারকের গালিগালাজের সমালোচনার করেও তৃণমূলের সাফাই, আইনি বিষয় পুলিশ প্রশাসন দেখছে।


















