TMC News: ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের | High Court
ABP Ananda LIVE : তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউজের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে কোনও যানজট হবে না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ২১ জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান, কতদিন এসব চলবে?, সওয়াল রাজ্যের। ছুটি ঘোষণা করুন, মানুষ কতদিন সহ্য করবেন ? প্রশ্ন বিচারপতির।
অসমের ধুবুড়িতে বাঙালিদের উচ্ছেদের নোটিস ঘিরে বিতর্ক। ধুবুড়ির ১১ নং ওয়ার্ডে বাঙালিদের বিক্ষোভ। রাস্তা তৈরির জন্য অসম সরকারের উচ্ছেদ নোটিসের প্রতিবাদে ধুবুড়িতে বিক্ষোভ। ধুবুড়িতে বিক্ষোভের ছবি পোস্ট করে আক্রমণ কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির। 'বিজেপি শাসিত অসমের ধুবুড়িতে এবার বিজেপি ঘনিষ্ঠদেরই উচ্ছেদ'। 'বিজেপি ঘনিষ্ঠ বাঙালি হিন্দুদের বাড়িতে উচ্ছেদ অভিযান'। 'কিন্তু অসমের মুখ্যমন্ত্রী তাঁর সিদ্ধান্তে অনড়'। 'অসমে বাঙালিদের পরিস্থিতি ভয়াবহ'। ধুবুড়ির ভাইরাল ভিডিও পোস্ট কোচবিহারের তৃণমূল জেলা সভাপতির। 'ধুবুড়িতে উন্নয়নের কাজ শুরু হয়েছে, সবাই পুনর্বাসন পাবেন'। তৃণমূল নোংরা রাজনীতি করছে, পাল্টা আক্রমণ বিজেপির।


















