Recruitment Scam: জীবনকৃষ্ণর সঙ্গে দেখা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
ABP Ananda LIVE: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা করতে এলেন আর এক বিধায়ক । আজ ED-র বিশেষ আদালতে তোলা হয় বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে । জীবনকৃষ্ণর সঙ্গে দেখা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । অন্যায় নিশ্চয়ই করেছে, তাই মোবাইল ছুড়ে ফেলেছে' পালানো উচিত হয়নি, জানালেন হুমায়ুন কবীর।
আরও পড়ুন...
কসবা ল কলেজের দেওয়াল জুড়ে এখনও মনোজিৎ-এর নাম, সাফাই এল...
কসবা ল' কলেজে গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ জেলে। ঘটনার আড়াই মাস পরেও কলেজের দেওয়াল জুড়ে মনোজিৎ-এর নাম। এখনও কেন দেওয়াল থেকে মোছা হয়নি ধর্ষকের নাম? পুজোর ছুটিতে মোছা হবে নাম, বিতর্কের মুখে সাফাই গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেবের। আজ কলেজের গভর্নিং বডির বৈঠক, পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ভাইস প্রিন্সিপালের। গৃহীত হয়নি ইস্তফার ইচ্ছা, আপাতত কাজ চালিয়ে যাবেন নয়না চট্টোপাধ্যায়।



















