TMC News: রাজ্য সরকার এবং শিক্ষা দফতর এই রায়কে ঘিরে প্রয়োজনীয় পদক্ষেপ ঠিক নেবে : জয়প্রকাশ মজুমদার
ABP Ananda LIVE : রাজ্য সরকার এবং শিক্ষা দফতর এই রায়কে ঘিরে প্রয়োজনীয় পদক্ষেপ ঠিক নেবে,মন্তব্য জয়প্রকাশ মজুমদারের।২০২৪-সালের ২২ এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে, ২০২৪-এর ২৪ এপ্রিল, সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। কিন্তু শেষ পর্য়ন্ত অযোগ্য়দের দুর্নীতির মাশুল গুনতে হয় যোগ্য়দেরও। গত ৩ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে পুরো প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ।



















