TMC News: কাঁথিতে দলেরই বিরুদ্ধ গোষ্ঠীকে বোমা মারার হুমকি অখিল গিরির!
ABP Ananda Live: মালদায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলকর্মী খুন ঘিরে তোলপাড় রাজ্য়। এই আবহে, কাঁথিতে দলেরই বিরুদ্ধ গোষ্ঠীকে বোমা মারার হুমকি দিলেন প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি! পাল্টা দলীয় বিধায়ককে লক্ষ্য় করে চোর-চোর স্লোগান দিল দলেরই একাংশ, যারা জেলারই আরেক তৃণমূল বিধায়ক উত্তম বারিকের অনুগামী বলে পরিচিত। কাঁথি সমবায় ব্য়াঙ্কের ডিরেক্টর নির্বাচন কী ভাবে হবে, তা নিয়েই দুই গোষ্ঠীর বিবাদ।
বেআইনি নির্মাণের বাড়বাড়ন্তে, কলকাতা কি তাসের ঘরে পরিণত হয়েছে?
এদিকে, বেআইনি নির্মাণের বাড়বাড়ন্তে, কলকাতা কি তাসের ঘরে পরিণত হয়েছে? গার্ডেনরিচ বিপর্যয়ের পর, প্রশ্নটাকে আরও জোরাল করল, বাঘাযতীনের ঘটনা। ভরদুপুরে জনবহুল এলাকায় ভেঙে পড়ল চারতলা আবাসন! অভিযোগ, প্রায় এগারো বছর আগে তৈরি এই অ্যাপার্টমেন্ট জলাভূমি বুজিয়ে তৈরি হয়েছিল। তিনতলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয় চারতলা!


















