TMC Poster: হোডিংয়ে মমতা ও অভিষেকের ছবি, কলকাতার পর এবার হাওড়াতে অভিষেকের নামে হোডিং
ABP Ananda Live: হাওড়া টিম অভিষেকের নামে হোডিং। হোডিংয়ে মমতা ও অভিষেকের ছবি। কলকাতার পর এবার হাওড়াতে অভিষেকের নামে হোডিং। 'আগামী ভবিষ্যৎ পথ দেখাবে সেনাপতি', হোডিংয়ে অভিষেকের ছবি দিয়ে বার্তা।
বিচারপতি যশবন্তের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অন্তর্তদন্ত শুরু করেছে আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তার জন্য একটি কমিটিও গঠন করেছেন। বিচারপতি যশবন্তকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশও দেন তিনি। কিন্তু সেই নিয়ে আপত্তি উঠতে শুরু করেছে। এলাহাবাদ হাইকোর্টের বার কাউন্সিল প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়েছে, তাদের আদালত কোনও 'ডাস্টবিন' নয়। এমন পরিস্থিতিতে বিচারপতি যশবন্তকে এই মুহূর্তে কোনও মামলার দায়িত্ব দেওয়া যাবে না বলে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন CJI খন্না।


















