Kunal Ghosh: সিবিআই তদন্তের দাবি তামান্নার মায়ের, কী বললেন কুণাল ঘোষ ?
ABP Ananda LIVE: তামান্নার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাতে হাইকোর্টের উদ্দেশে রওনা দিলেন তামান্নার মা। পুলিশি তদন্তে আস্থা নেই। তাই, সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।
ISF News: অসুস্থ বিধায়ক নৌশাদ সিদ্দিকি ! ধর্মতলায় ISF-এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, ধস্তাধস্তি; পুলিশের ধরপাকড়
সংশোধিত ওয়াকফ আইন, SIR ইস্যুতে হয়রানির অভিযোগে ধর্মতলায় ISF-এর কর্মসূচিতে ধুন্ধুমার পরিস্থিতি। ধস্তাধস্তি, পুলিশের ধরপাকড়। ধর্মতলা থেকে আটক করে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হলে অসুস্থ হয়ে পড়েন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। সেখান থেকে পুলিশ তাঁকে চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এদিকে বিক্ষোভকারী বহু আইএসএফ কর্মী-সমর্থককে আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে। কর্মসূচি ঘিরে মেট্রো চ্যানেলে পুলিশ ও আইএসএফ কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি হয়। একাধিক আইএসএফ কর্মী-সমর্থককে আটক করা হয়। আটক করা হয় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও। তাঁদের আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। নৌশাদ সিদ্দিকিকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা পুলিশের জোড়াসাঁকো থানায়। সেখানে যাওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন। এর আগে ভাঙড়ের বিধায়ক জানিয়েছিলেন, যখন তাঁরা মিছিল শুরু করতে যাচ্ছিলেন সেই সময় তাঁকে ধাক্কা দেওয়া হয়। তাঁর বুকে আঘাত লেগেছে। তার পরবর্তী সময়ে মেট্রো চ্যানেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। সেইসময় পুলিশ তাঁকে প্রিজন ভ্যানে তোলে। সেখান থেকে কোনওক্রমে তিনি নেমে যান। আবারও নৌশাদ সিদ্দিক-সহ আরও কয়েকজন আইএসএফ কর্মী-সমর্থককে আটক করা হয়। তাঁদের জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়। থানায় যাওয়ার পর নৌশাদ একটি বেঞ্চে শুয়ে পড়েন। তিনি অসুস্থ বোধ করায় পুলিশও কোনওরকম ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যায়। এদিকে কিছু আইএসএফ কর্মী-সমর্থককে আটক করে লালবাজারে, আবার কিছুকে গিরিশ পার্ক থানায় নিয়ে যাওয়া হয়েছে।


















