Mamata Banerjee: কেউ কেউ বলছেন, আমি তৃণমূল বুঝি না। আমি ওই দাদার রাজনীতি করি: মমতা
ABP Ananda Live: কেউ কেউ বলছেন, আমি তৃণমূল বুঝি না। আমি ওই দাদার রাজনীতি করি। কে কী বলছেন, কে কী করছেন, সবটাই কিন্তু আমার নজরে থাকে, নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে দলের নেতা-নেত্রীদের উদ্দেশ্য়ে এভাবেই স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন হল, এই বার্তা কাদের উদ্দেশ্য়ে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? উল্লেখ্য়, আর জি কর-কাণ্ডে যখন চরম অস্বস্তির মধ্য়ে পড়তে হয় তৃণমূল সরকারকে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের অংশ করার দাবিতে সোশাল মিডিয়ায় আছড়ে পড়ে একের পর এক পোস্ট। আজ তাৎপর্যপূর্ণভাবে, তৃণমূলনেত্রী বলেন, ইদানীং ২-১টা নেতা হয়েছেন। হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি প্রতীক চিনি না। তৃণমূল নেত্রীর এই মন্তব্য়ের প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা সৌম্য় আইচ রায়। তিনি বলেন, ময়ূর সিংহাসনের লড়াই প্রকাশ্য়ে এসে গেছে।


















