Manas Bhunia : 'কসবাকাণ্ডের সঙ্গে এই মন্তব্যের সম্পর্ক নেই', 'ছোট্ট ঘটনা' মন্তব্যের সাপেক্ষে মানস ভুঁইয়া
ABP Ananda LIVE : 'কসবাকাণ্ডের সঙ্গে এই মন্তব্যের সম্পর্ক নেই', 'ছোট্ট ঘটনা' মন্তব্যের সাপেক্ষে মানস ভুঁইয়া। 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব, কী সর্বনাশ !' কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্ঠানে মন্তব্য সেচমন্ত্রীর । কসবাকাণ্ডের আবহে সেচমন্ত্রীর মন্তব্যে তোলপাড়।
West Bengal BJP: রোগীমৃত্যুতে হাসপাতালে ঢুকে চিকিৎসকদের শাসানি, কাঠগড়ায় BJP-র কৌস্তভ বাগচি, থামাতে গেলে বললেন, ‘আমাকে ছোঁয়ার যোগ্য নন’
রোগীর মৃত্যুতে হাসপাতালে ঢুকে চিকিৎসকদের শাসানি। কাঠগড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচি। শাসানির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ব্যারাকপুর হাসপাতালে ঢুকে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শাসানি দিতে শোনা যায় তাঁকে। এই ঘটনায় কৌস্তভের গ্রেফতারি চেয়ে সরব হয়েছে ডক্টর্স ফোরাম। কৌস্তভের গ্রেফতারি চেয়ে চিঠি দেওয়া হয়েছে মুখ্যসচিবকে। (West Bengal BJP)
ব্যারাকপুরের সারদা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে ঘটনা। সেখানে গতকাল ৬৫ বছর বয়সি এক রোগীর মৃত্য়ু হয়। রোগীর মৃত্যুতে হাসপাতালে ঢুকে সকলকে শাসানোর, হুমকি দেওয়ার অভিযোগ কৌস্তভের বিরুদ্ধে। হাসপাতালে ঢুকে তিনি কার্যত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হন বলে অভিযোগ। (Koustav Bagchi)


















