TMC News : সোদপুরের ঘটনায় TMC কাউন্সিলরের যাবজ্জীবন
ABP Ananda LIVE : সোদপুরে গণপিটুনিতে হত্যার মামলায় তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। পানিহাটি পুরসভার কাউন্সিলর তারক গুহের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। তারক গুহ এবং তাঁর ভাইপো-সহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। পাঁচজনকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড ধার্য করেছে আদালত। (Panihati Case) তারক গুহ, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায়, শ্যামল দাস-সহ পাঁচজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে আদালত। ২০১৪ সালে গণপিটুনিতে হত্যার মামলাটি দায়ের হয়। এক দশকের বেশি সময় পর সাজা ঘোষণা হল। পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারককেও সেই মামলাতে যাবজ্জীবনের সাজা শোনাল আদালত। (Barrackpore Court) শুক্রবারই ওই মামলায় দোষী সাব্যস্ত হন তারক। আদালতে হাজিরা দেওয়ার সময়ই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই মামলা ২০১৪ সালের। সে বছর দুর্গাপুজোর সময় পানিহাটির গান্ধীনগরে ক্লাবের পুজোর মণ্ডপ থেকে একটি মোবাইল ফোন চুরি যায়। মণ্ডপে ঢোকা শম্ভু চক্রবর্তী নামের এক ব্যক্তির উপর সন্দেহ গিয়ে পড়ে সকলের। বেধড়ক মারধর করা হয় তাঁকে। তারকের নেতৃত্বেই তাঁকে পেটানো হয় বলে অভিযোগ ছিল। সেই গুরুতর আঘাত সইতে না পেরেই শম্ভু মারা যান বলে অভিযোগ।



















