TMC News : তৃণমূল সরকারের কার্নিভাল 'বয়কট' খোদ তৃণমূল বিধায়কের! Durga Puja 2025
ABP Ananda Live: তৃণমূল সরকারের কার্নিভাল 'বয়কট' খোদ তৃণমূল বিধায়কের! তৃণমূল বিধায়কের নিশানায় খোদ তৃণমূলের হাতে থাকা পুরসভা! পুর পরিষেবায় ব্যর্থতার অভিযোগে কার্নিভাল বয়কটের ডাক! রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ খোদ তৃণমূল বিধায়কের! পুর-ব্যর্থতার অভিযোগ তুলে পুজোর কানির্ভাল 'বয়কটের' ঘোষণা! 'পুরসভা-প্রশাসনের চরম অবহেলায় থমকে গেছে শহরের উন্নয়ন' 'নগরোন্নয়ন দফতর থেকে ৭ কোটি, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে ১০ কোটি'। 'সরকার থেকে টাকা পেয়েও পরিকাঠামো উন্নয়নে ব্যর্থ পুরসভা-প্রশাসন'। 'পরিচ্ছন্নতা, উন্নয়ন নিয়ে পুরসভার উদাসীনতায় ক্ষিপ্ত জনগণ'। 'উন্নয়ন-নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধু উৎসবের নামে প্রদর্শনী'। পুজো কার্নিভাল থেকে নিজেকে সরিয়ে রেখে বিস্ফোরক পোস্ট কৃষ্ণ কল্যাণীর ।
দুর্গাপুজো মিটতেই পশ্চিমবঙ্গে বেজে গেল SIR-ডঙ্কা, এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে প্রস্তুতি বৈঠকে বসছে কমিশন
আগামী মঙ্গলবারই কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের IT ECI সীমা খান্না। পরদিন, অর্থাৎ বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমের রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তাঁরা। প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO, এডিএম ইলেকশন, ওসি ইলেকশন ও IT কর্মীদের বৈঠকে যোগদান বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবারের বৈঠকের শেষে বিভিন্ন জেলার সদর দফতর, মহকুমা ও ব্লক অফিস পরিদর্শনে যাবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। এরমধ্যেই ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত সব অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করায় জোর দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে।



















