TMC News: কাঞ্চনের বিরুদ্ধে হুমকির অভিযোগে কালো ব্যাজ পরে প্রতিবাদ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের
ABP Ananda Live: কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এর প্রতিবাদে আজ কালো ব্যাজ পরে, ট্রপিক্যাল মেডিসিনের আউটডোরে ডিউটি করলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। একাধিক চিকিৎসক সংগঠনের তরফ থেকে উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তোলার পাশাপাশি, তীব্র নিন্দা করা হয়েছে। আর এরইমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ঘটনার নিন্দা করেও, এই নিয়ে রাজনীতি না করার কথা বলছে তৃণমূল। এদিকে, একযোগে পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরাও।
'জঙ্গিরা ধর্ম দেখে দেখে গুলি করার সময় পেল কী করে ? কেন ইনটেলিজেন্স বারবার ফেল করছে? '
পহেলগাঁওকাণ্ডে গোয়েন্দা ব্য়র্থতার অভিযোগ তুলতে গিয়ে, বিরোধীদের ওপর কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তার প্রসঙ্গ টেনে আনল তৃণমূল। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান। ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও প্রশ্ন তোলেন, এত জঙ্গি ঢুকছে, আমরা আটকাতে পারছি না কেন? পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাঠের আলোচনাতেও উঠে এল কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগের প্রসঙ্গ!কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান।মোদি সরকারকে খোঁচা দিলেন মুখ্য়মন্ত্রী। বর্ডার পেরিয়ে পহেলগাঁওয়ে কীভাবে ঢুকে পড়ল জঙ্গিরা? সেনিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন আগে থেকে হামলার খবর ছিল না গোয়েন্দাদের কাছে? প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। বিজেপি সরকারের পদত্যাগ চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী।


















