TMC News: গেরুয়া শিবিরের 'হিন্দু হিন্দু ভাই ভাই' স্লোগানকে কটাক্ষ করে পাল্টা প্রচার তৃণমূলের
ABP Ananda LIVE : বিধানসভা ভোটের বছরখানেক বাকি থাকতেই কার্যত প্রচার-যুদ্ধে নেমে পড়ল তৃণমূল ও বিজেপি। গেরুয়া শিবিরের 'হিনদু-হিনদু ভাইভাই' প্রচারকে কটাক্ষ করে, পাল্টা হোর্ডিং ও ফ্লেক্স দিল তৃণমূলের IT সেল। কোনও হোর্ডিংয়ে লেখা হয়েছে, হিনদু-হিনদু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই। আবার কোনও হোর্ডিংয়ে লেখা হয়েছে, হিনদু-হিনদু ভাই ভাই, কিনতু বাঙালি পূর্ণমন্ত্রী নাই। কোথাও আবার লেখা হয়েছে, হিনদু-হিনদু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই। উত্তর কলকাতার স্টার থিয়েটারের সামনে থেকে শুরু করে শ্যামবাজার পাঁচমাথার মোড় এলাকা, এমন একাধিক হোর্ডিং ও ফ্লেক্স পড়েছে। তৃণমূলের আইটি সেলের কটাক্ষ, হিনদুদের ভাই সাজার নাটক করে হিনদুদেরই সর্বনাশ করে বিজেপি। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানিয়েছেন, সংগঠনের তরফে কলকাতার পাশাপাশি জেলাতেও এই ধরনের হোর্ডিং দেওয়া হয়েছে।



















