(Source: ECI/ABP News/ABP Majha)
TMC: 'এক ব্যক্তি এক পদ' পোস্ট নিয়ে তৃণমূলে ভিন্নমত, দুই প্রজন্মের মধ্যে ফাটলের জল্পনা | Bangla News
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ভাই-বোন এবং ঘনিষ্ঠদের একের পর এক সোশাল মিডিয়া পোস্টে, মাথাচাড়া দিয়েছে ওয়ান পার্সন ওয়ান পোস্ট বিতর্ক। সেই সঙ্গে তৈরি হয়েছে নবীন এবং প্রবীণ প্রজন্মের মধ্যে ফাটলের জল্পনাও। এই ইস্যুটিকে হাতিয়ার করে, সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।
তৃণমূলের সঙ্গে আইপ্যাকের দূরত্বের জল্পনা আরও জোরাল। ওয়ান পার্সন ওয়ান পোস্ট নিয়ে বিতর্কের আবহে, চন্দ্রিমা ভট্টাচার্যর ট্যুইটার অ্যাকাউন্টের কভারেও কিছুক্ষণের জন্য এই বার্তা দেখা গেছিল। এজন্য চন্দ্রিমা এবং আইপ্যাক পরস্পরের ঘাড়ে দায় ঠেলেছে। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
বিধায়ক সওকত মোল্লার ওপর হামলার অভিযোগে ক্যানিংয়ের জীবনতলা বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিল। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা শুক্রবার অভিযোগ করেন, তাঁকে খুন করার চক্রান্ত চলছে। নেপথ্যে আইএসএফের হাত রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক। বিধায়কের দাবি, ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আশরফ মোল্লা নামে এক অভিযুক্ত ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফ প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিলেন। বিধায়কের দাবি, গোপন সূত্রে জানতে পারেন, তাঁকে খুনের জন্য পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হবে। এরপর ভাঙড়ের একটি আমবাগান থেকে একটি গাড়ি আটক করা হয়। যার ভিতরে মেলে পুলিশ লেখা স্টিকার। পরিকল্পনামাফিক আইএসএফ নেতাকে ফাঁসানো হয়েছে, দাবি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির।