CU Exam Date : TMCP-র প্রতিষ্ঠা দিবসে কেন পরীক্ষা ? দিন বদল নিয়ে, এবার রাজ্য সরকারের হস্তক্ষেপ !
ABP Ananda LIVE :TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে এবার সরকারের হস্তক্ষেপ। ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা রয়েছে। পরীক্ষার দিন বদল চেয়ে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি দিল রাজ্য সরকার। যা নিয়ে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে নিশানা করলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। স্পষ্ট জানিয়ে দিয়েছেন আপাতত পরীক্ষা সূচির বদল হচ্ছে না। একইসঙ্গে এই বিষয় আলোচনার জন্য সিন্ডিকেট বৈঠক ডাকার কথাও বলেছেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রয়েছে। ২৮ অগাস্ট ঘোষিত কর্মসূচির দিন পরীক্ষা নিয়ে আপত্তি তুলেছিল TMCP-র। এমনকী ভারপ্রাপ্ত উপাচার্যকে আক্রমণও শানিয়েছে শাসকদলের ছাত্র সংগঠন। এবার পরীক্ষার দিন বদল চেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে উচ্চ শিক্ষা দফতরের। আর এই চিঠি প্রসঙ্গে শান্তা দত্ত বলেন, "কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়েই তো এত কথা! রুলিং পার্টির ছাত্র সংগঠনের থেকে আনরুলি ছেলেপুলে তৈরি হচ্ছে। তাঁরা গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত, গ্যাং বদমাইশ। তাঁদের বিরুদ্ধে FIR করতে হচ্ছে। তৃণমূলের যিনি সুপ্রিমো তিনি যদি বলতেন যে তোরা যা করছিস তাতে আমার মুখে চুনকালি পড়ছে, সুতরাং তোদের প্রতিষ্ঠা দিবস এবার বন্ধ। এটাতে ওঁর জনপ্রিয়তা বাড়ত। ২০২৬ সালের ভোটেও অনেক সুবিধা হতো বলে মনে হয়। চিঠিটা না দিয়ে এটা করলে জনপ্রিয়তা বাড়বে।''



















