Mamata Banerjee: আজ আমাদের লড়াই দিল্লি থেকে বিজেপিকে সরাব : মমতা | ABP Ananda LIVE
Mamata Banerjee: সারা শরীর আমার ভগ্ন, চূর্ণ বিচূর্ণ। জেদ ছিল সিপিএমকে বাংলা থেকে সরাব। আজ আমাদের লড়াই দিল্লি থেকে বিজেপিকে সরাব। চাই সিংহের মতো লড়াই করুন। মাথা নত করবেন না। ওদের টাকা আছে। শুনেছি যত হোটেল বুক করে নিয়েছে। একটা হোটেলও খালি নেই। গাড়ির পর গাড়ি, পার্লামেন্টে ইলেকশন সব হেলিকপ্টার বুক করে নিয়েছে। যাতে অন্যরা না চায়। মিডিয়ার সাংবাদিকদের দোষ দিই না। ওদের যা বলে, তাই করে। বলে দেয়, সকালে এই হুইলটা চালাবে। আর অন্য কোনও খবর নেই। এই হচ্ছে মিডিয়ার কাজ। আমি জানি না, আমার কী অপরাধ। মিডিয়া ট্রায়াল করে দিচ্ছে। আমি যদি তাদের গর খুলতে শুরু করি, তাহলে দেখিয়ে দেব, সাংবাদিকরাও টাকা কালেকশন করে। সবাই না হলেও। কেউ কেউ ইললিগাল কাজ করছে, পুলিশ চোখ বুজে দেখছে। সব পুলিশ নয়। ম্যাক্সিমাম, তারা কী করছেন, বললাম না। আমি অ্যান্টি কোরাপশন সেলও তৈরি করেছি। আমরা নজর রাখছি। আইন যদি না থাকে, আপনি নিজে কেন টাকা নেবে।



















