Kunal Post: 'আমরা বিচারের জন্য যখন যাব কার কাছে যাব, রাজ্যের কাছে যাব', মন্তব্য সোহিনী সেনগুপ্তের।
ABP Ananda LIVE: 'এখন যে বিষয় নিয়ে সবাই পথে নেমেছেন বিচারের জন্য, এখন এই ঘটনার বিচার চাই। এইসব কথা না বললেই ভাল। মূল ইস্যু থেকে ঘটনাটা যেন সরে যায়। আমরা চাই এই পশ্চিমবঙ্গ, আমাদের নিজেদের শহর এখানে দুর্নীতি যেন কম হয়। এটাই মূল বিষয়। প্রথমত এই মেয়েটির জন্য আমরা সকলে বিচার চাই। আসেপাশের অন্য কথা বলে এই পুরো জিনিসটা অন্যদিকে হয়ে গেলে আমরা মূল বিষয় থেকে সরে যাব, এটাই বারবার আমার মনে হচ্ছে। আমরা বিচারের জন্য যখন যাব, কার কাছে যাব? আমরা রাজ্যের কাছে যাব। মানুষ যদি বিচার না পায় তাহলে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে', মন্তব্য সোহিনী সেনগুপ্তের।
আর জি কর-কাণ্ডে দুই বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। 'আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ও তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি মন্তব্যও করিনি'। 'আমিও তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি, এই আন্দোলন ন্যায্য'। 'আমি কখনও তাঁদের হুমকি দিইনি, কিছু মানুষ মিথ্যে দোষারোপ করছেন'। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সম্পর্কে গতকালের মন্তব্যের ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। গতকালের 'ফোঁস করা' মন্তব্যেরও ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। 'গতকাল শ্রীরামকৃষ্ণর কথা উদ্ধৃত করে 'ফোঁস করা' শব্দের ব্যবহার'। 'তিনি মাঝে মাঝেই বলতেন, অপরাধ দেখলে প্রতিবাদে সোচ্চার হতে'। 'রামকৃষ্ণদেবের সেই কথাই আমি গতকালের বক্তৃতায় তুলে ধরেছি'। 'আমি বিজেপির বিরুদ্ধে বলেছি'।'কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে'।আমি তারই প্রতিবাদ করেছি, সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।