Partha Bhowmik: দায়বদ্ধ নাটকের মূল চরিত্র গগনকে মঞ্চে ফুটিয়ে তুললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক
ABP Ananda LIVE: মঙ্গলবার কলকাতার মধুসূদন মঞ্চে নৈহাটি ব্রাত্যজনের পরিবেশনায় উপস্থাপিত হল চন্দন সেনের লেখা নাটক দায়বদ্ধ। তবে এবার মেঘনাদ ভট্টাচার্যের জায়গায় নাটকের মূল চরিত্র গগনকে মঞ্চে ফুটিয়ে তুলেছেন অভিনেতা ও তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। মঙ্গলবার মধুসূদন মঞ্চে উপচে পড়া ভিড় ছিল চোখে দেখার মতো।
আরও খবর...
কলকাতা ও মুর্শিদাবাদের ৩ জায়গা থেকে অস্ত্র সহ ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। এত অস্ত্র ও গুলি কী উদ্দেশ্যে,
কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাটের জের, যাত্রী ভোগান্তি চলছেই। একাধিক দূরপাল্লার দেরিতে চলছে। ট্রেন বাতিলও করা হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে সংশয়ে যাত্রীরা।

















