Abhishek Banerjee: রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে রাজভবনের সামনে অভিষেকের নেতৃত্বে তৃণমূলের ধর্না
ABP Ananda LIVE: একদিন পার, রাজভবনের সামনে তৃণমূলের ধর্না। কেন্দ্রকে অবিলম্বে রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে ধর্না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্না। 'কাল আমাদের তিনজনের প্রতিনিধি দল দার্জিলিং যাবেন আপনার সঙ্গে দেখা করতে'। 'কাল বিকেল সাড়ে পাঁচটায় দার্জিলিঙে রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন'। 'আপনি দেখা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে'। ভুক্তভোগীদের চিঠি রাজ্যপালকে পড়িয়েই ছাড়ব, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'কেন বাংলার টাকা বকেয়া, কেন্দ্রের কাছে কারণ জানতে চান রাজ্যপাল'। 'দুর্নীতি হলে তদন্ত করুন, টাকা আটকে রাখবেন না'। একদিন পার, কেন্দ্রকে অবিলম্বে রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়রের নেতৃত্বে চলছে তৃণমূলের ধর্না। কাল আমাদের তিনজনের প্রতিনিধি দার্জিলিং যাবেন আপনার সঙ্গে দেখা করতে।


















