Birbhum News: একুশে জুলাইয়ের আগে ফের বীরভূমে তৃণমূল নেতা খুন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সাঁইথিয়ার পর মল্লারপুর। একুশে জুলাইয়ের আগে ফের বীরভূমে তৃণমূল নেতা খুন। ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষের মৃত্যু। ৩ সঙ্গী আহত। গ্রেফতার এক। তৃণমূল নেতা খুনে ধৃত ১
আরও খবর....
ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ওড়িশায়। জনসাধারণের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে কেন্দ্রাপাড়া জেলায়। ব্রাহ্মণী ও কানি নদীর জল ঢুকে গেছে বিভিন্ন গ্রামে। পাট্টামুণ্ডাই ব্লক ও চৌডাকুলাটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুধু জল বাড়ার কারণেই উদ্বেগ নয়, এই পরিস্থিতিতে সাধারণ মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠেছে কুমির। এনিয়ে গ্রামবাসী একাধিক ভিডিও করেছেন। সেখানে দেখা গেছে, বন্যা কবলিত গ্রামের রাস্তায় সাঁতার কাটছে কুমির। জলে ডুবে যাওয়া শস্য খেতেও ভাসতে দেখা গেছে কুমির।
এই পরিস্থিতিতে গ্রামবাসী এতটাই আতঙ্কিত হয়ে পড়েছেন যে, অন্ধকার নামলেই কেউ আর বাড়ির বাইরে পা রাখছেন না। তবে, কুমিরের হামলার কোনও খবর এখনও পর্যন্ত সরকারি সূত্রে পাওয়া যায়নি। তবে, ঝুঁকি এড়ানো যাচ্ছে না। বন বিভাগ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে যে, বন্যার জলে না যেতে এবং সতর্ক থাকতে। এর পাশাপাশি গ্রামবাসীকে কুমির ও বিষাক্ত সাপ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ত্রাণ কাজে নেমেছে জেলা প্রশাসন। ৩০টির বেশি বন্যা কবলিত গ্রামে শুকনো খাবার ও পরিষ্কার পানীয় জল সরবরাহ করা হচ্ছে।


















