Nandigram News: নন্দীগ্রামে তৃণমূল কর্মীর স্ত্রীকে বিবস্ত্র করে অত্যাচার! বিচারের দাবিতে ধর্না তৃণমূলের
জাস্টিস ফর গোকুলনগর। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর স্ত্রীকে মারধর ও বিবস্ত্র করে অত্যাচারের ঘটনায় এবার বিচারের দাবিতে ধর্না শুরু করল তৃণমূল। আজ তিনদিনে পড়ল তাদের ধর্না। এই ঘটনায় ইতিমধ্যে বিজেপির এক বুথ সভাপতি-সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বিজেপির অভিযোগ, পারিবারিক ঝামেলায় রাজনীতির রং দিতে চাইছে তৃণমূল।
জমি বিবাদের জেরে নন্দীগ্রামে তৃণমূলকর্মীর স্ত্রীর ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ ওঠে। এমনকী তাঁর মেয়েও রেহাই পায়নি বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির এক বুথ সভাপতি-সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরও মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতার ওপর চাপ তৈরির অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে রবিবার দলীয় কর্মীর নির্যাতিতা স্ত্রীকে দেখতে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যায় কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, দোলা সেন, সায়নী ঘোষ-সহ তৃণমূলের ৮ জনের প্রতিনিধি দল।