Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে, ঘোষণা উদয়ন গুহর। Bangla News
পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে থেকে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে, ঘোষণা উদয়ন গুহর। গতকাল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিলের পর সভা থেকে এই ঘোষণা করেন দিনহাটার তৃণমূল বিধায়ক। এর আগে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে দিনহাটা পুরসভার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল বিরোধীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরসভা দখল করে তৃণমূল। যা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। তার প্রেক্ষিতেই গতকাল উদয়ন গুহ বলেন, বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বলে কান্নাকাটি করেছিল।এবার পঞ্চায়েত নির্বাচনে শুধু মনোনয়ন নয়, বিরোধীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার ব্যবস্থাও করা হবে। পক্ষান্তরে হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক, প্রতিক্রিয়া বিজেপির।


















