Uluberia News: উলুবেড়িয়ার চিকিৎসক নিগ্রহের ঘটনায় গ্রেফতার আরও ১, এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৩
ABP Ananda LIVE: উলুবেড়িয়ার হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় আরও ১ জন গ্রেফতার। এই নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৩। ধৃত যুবকের নাম শেখ সম্রাট। এর আগে এই ঘটনায় ট্রাফিক গার্ডে কর্মরত ১ হোমগার্ড-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্তদের ৩ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।
আরও খবর..
কালীপুজোর রাত। বাড়ির মধ্য়ে চলছে পুজো। আমন্ত্রিত পরিবারের সদস্য ও পরিচিতরা। তাদের ভিড়েই 'বিশেষ বন্ধু' রূপে লুকিয়ে ছিল চোর। টের পাওয়া গেল পুজো শেষের আধ ঘণ্টার মধ্য়েই। ততক্ষণে অবশ্য প্রতিমার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে ওই 'বিশেষ বন্ধু'। কালীপুজোর রাতে চাঞ্চল্যকর কাণ্ড পূর্ব বর্ধমানের মেমারির দলুইবাজারে। ওই বন্দ্য়োপাধ্য়ায় পরিবারের সদস্য দেবযানী বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "পুজো তখন আধ ঘণ্টা হয়েছে। হঠাৎ দেখি মায়ের গায়ের কয়েকটি গয়না নেই। গয়নার পরিমাণ প্রায় ১০ ভরি। তারও বেশি হয়তো বেশি হবে। আমরা তখন পুলিশের খবর দিই। একজনকে সন্দেহও করি।"


















