এক্সপ্লোর
Visva Bharati: মাওবাদী সন্দেহে গ্রেফতার বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র, ধৃত এক যুবকও।Bangla News
মাও-যোগ থাকার সন্দেহে ফের গ্রেফতার বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র টিপু সুলতান ওরফে মুস্তাফা কামাল। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে অর্কদীপ গোস্বামী নামে এক যুবককেও। গতকাল বিকেলে বোলপুরের দু’টি জায়গায় হানা দেয় বাঁকুড়া জেলা পুলিশ। শান্তিনিকেতনের গুরুপল্লির বাড়ি থেকে গ্রেফতার করা হয় টিপুকে। পুলিশের দাবি, ধৃত দু’জনের কাছ থেকে ৩১টি মাও পোস্টার উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, এর আগে একই কারণে ২ বার গ্রেফতার করা হয় টিপুকে। একবার গ্রেফতার হন অর্কদীপ। ধৃতদের আজ আদালতে তোলা হবে।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















