Waqf Act: নববর্ষের আনন্দ উধাও মুর্শিদাবাদে, আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন শুনানি
ABP Ananda LIVE: আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে ৭২টি আবেদনের শুনানি । দুপুর ২টোয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বিশেষ বেঞ্চে শুনানি হবে । তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের আবেদনের শুনানি । শুনানি হবে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি, CPM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের আবেদনেরও । একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের তরফে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে আর্জি জানানো হয়েছে।
অফিস টাইমে শিয়ালদা দক্ষিণ শাখার দুটি স্টেশনে রেল অবরোধের জেরে নাকাল হলেন যাত্রীরা। সকাল সাড়ে ৭টা থেকে দক্ষিণ বারাসাত স্টেশনে অবরোধ শুরু হয়। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, জেনারেল কামরাকে লেডিজ কামরায় বদলে দেওয়া হয়েছে। ফলে জেনারেল কামরায় ভিড়ের চাপে দমবন্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এর জেরে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে দক্ষিণ বারাসাত স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। আপ ও ডাউনে একাধিক লোকাল আটকে পড়ে। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। রেল পুলিশ ও জয়নগর থানার পুলিশের হস্তক্ষেপে সোয়া ২ ঘণ্টা পর, সকাল ৯টা ৫০-এ অবরোধ ওঠে। একই অভিযোগে সকাল সাড়ে ৮টা থেকে মথুরাপুর রোড স্টেশনে রেল অবরোধ শুরু হয়।


















