Barasat Fire Incident: ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রান! কন্টেনারের ধাক্কায় বাইকে আগুন
ABP Ananda Live: ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রান! একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। ১১ নম্বর রেল গেটের কাছে বাইকে ধাক্কা কন্টেনারের। কন্টেনারের ধাক্কায় বাইকে আগুন লেগে যায়। পালাতে গিয়ে পরপর বাইকে ধাক্কা কন্টেনারের। পরে কন্টেনারেও আগুন লেগে যায়, আটক চালক।
বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের । আগামীকাল দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মসূচি শুভেন্দু অধিকারীর । এক হাজার কর্মী সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি আদালতের । কর্মসুচিতে ২৫ টি মাইক ব্যবহারের অনুমতি আদালতের । হাসপাতাল এলাকা বাদ দিয়ে ৫০০ মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে, নির্দেশ আদালতের ।'রাজ্যের হাতে প্রচুর দক্ষ পুলিশ আছে' । রাজ্য নিজেই বলেছে যে শেষ কর্মসূচিতে ৪৫০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন'
নন্দীগ্রামে শুভেন্দুর রামমন্দির তৈরির ঘোষণা নিয়ে প্রশ্ন কুণালের
'সাংসদ তহবিলের টাকায় হাসপাতাল তৈরির ঘোষণা করেও কেন রামমন্দির?' নন্দীগ্রামে শুভেন্দুর রামমন্দির তৈরির ঘোষণা নিয়ে প্রশ্ন কুণালের


















