Bagdha By Election 2024: বাগদায় ফের ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে তুমুল উত্তজনা, 'গো ব্যাক' স্লোগান
ABP Ananda LIVE: বাগদার ডিহিলদহতে তুমুল উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। বিজেপি প্রার্থীকে 'গো ব্যাক' স্লোগান। চারটি বিধানসভায় মোট বুথের সংখ্যা ১০৯৭। তার মধ্যে রায়গঞ্জে ২১২, রানাঘাট-দক্ষিণে ৩০৭, বাগদায় ৩০১ ও মানিকতলায় ২৭৭টি বুথ। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কমিশন সূত্রে আরও জানা গেছে, রানাঘাট-দক্ষিণে স্পর্শকাতর বুথের সংখ্যা ৬২টি, মানিকতলায় ২১, বাগদায় ৩৯ ও রায়গঞ্জে ২০। রায়গঞ্জে কুইক রিঅ্যাকশন টিম মোতায়েন থাকবে ৩৮টি, রানাঘাট-দক্ষিণে ৩০, বাগদায় ৩০ ও মানিকতলায় ৪৯টি। এবারের উপনির্বাচনে রায়গঞ্জে পোস্টাল ব্যালট ভোট পড়েছে ২২৬টি, মানিকতলায় ২৫৩, বাগদায় ২৭৫ ও রানাঘাট-দক্ষিণে ২২৬টি। মানিকতলায় মাইক্রো অবজার্ভার থাকছেন ২১ জন, বাগদায় ২৫, রানাঘাট-দক্ষিণে ৫৯ ও রায়গঞ্জে ১৮ জন।
রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই ত্রিমুখী। একদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। আরেকদিকে বিজেপির মানসকুমার ঘোষ। কংগ্রেসের হয়ে লড়াইয়ে মোহিত সেনগুপ্ত। নির্বাচনী লড়াইয়ে রায়গঞ্জ বরাবরই নজরকাড়া কেন্দ্র। গত বিধানসভা ভোটে, রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে লড়ে, ২০ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন কৃষ্ণ কল্য়াণী। কিন্তু ভোটে জেতার কয়েক মাস পর থেকেই, বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে তাঁর। দু'হাজার একুশের অক্টোবর মাসে তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে, রায়গঞ্জ আসনে কৃষ্ণ কল্য়াণীকে প্রার্থী করেছিল তৃণমূল। কিনতু দলকে জেতাতে পারেননি তিনি। বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের কাছে, ৬৮ হাজারের বেশি ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্য়াণী। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রায়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি।