Firhad Hakim: এই যে মারামারি বাংলার এটা সংস্কৃতি নয়, বাইরে থেকে এসেছে: ফিরহাদ
ABP Ananda Live: 'কাজের জন্য লোকে বাংলায় আসছে। ওখানকার সংস্কৃতি মারামারি যা উত্তরপ্রদেশ, বিহারে হয়, সেই সংস্কৃতিটা বাংলায় আসছে। আশা করব ওখানে খুব ভাল সিপি আছে, আরও এনফোর্স লাগিয়ে এই যে কালচারটা এটা বন্ধ করে দেবে', মন্তব্য ফিরহাদের।
লোভ দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ বরাবরই উঠে এসেছে এই রাজ্যে। কখনও তা নগত টাকা। কখনও আবার খাবার। গত পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে ফুচকা খাইয়ে ভোট টানার অভিযোগ উঠেছিল দক্ষিণ বারাসাতের একটি বুথে। সেবার নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগও করেছিলেন সিপিএম প্রার্থী। আর আজ উপনির্বাচনের দিনে উঠে এল সেই অভিযোগ। ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর-মুড়ি! এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপালে। ভোট কেন্দ্র থেকে কিছুটা এগোলেই ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি।
প্রায় প্রতিটা ভোটেই ছাপ্পা ভোট থেকে শুরু করে ভোট প্রভাবিত করার অভিযোগ উঠে আসে। কখনও মৃত ব্যাক্তির নামে জমা পড়ে ভোট। কখনও আবার সিসিটিভি অফ করে দিয়ে চলে ছাপ্পা ভোট। এই সব অভিযোগগুলিই অতীতে উঠে এসেছে। এমনকি ভোট কেন্দ্রের কাছে ভোটারকে প্রভাবিত করার অভিযোগও ভুরিভুরি। তবে ভোটারদের পেটপুরে খাওনার কথাও নতুন নয়। যদিও চানাচুর মুড়ি খাওয়ার খবর এই প্রথমবারই সামনে এসেছে।লোকসভা ভোটের সময় সামনে এসেছিল আরও একটি ঘটনা। যদিও সেটা কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ড নয়। বরং ভোটারদের উৎসাহিত করতে, ভোট দেওয়ার প্রমাণ দেখালেই খাবারে ৫০ শতাংশ ছাড় দিচ্ছিল একটি সংস্থা।