WB News: কলকাতা, যাদবপুর-সহ ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ, সুপ্রিম নির্দেশের পরে সিলমোহর
ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ৬ স্থায়ী উপাচার্যে সিলমোহর। কলকাতা, যাদবপুর-সহ ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আশুতোষ ঘোষ । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আশিস ভট্টাচার্য। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন আবু তালেব খান। ঝাড়গ্রামের সাধু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রদীপা ঘোষ। কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে ৬জনকে আচার্যের নিয়োগপত্র। ৬টি ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর প্রথম পছন্দের ব্যক্তিরা উপাচার্য পদে নিযুক্ত হলেন, পোস্ট শিক্ষামন্ত্রীর।
আরও খবর...
২০০২-এর ভোটার তালিকা দেখবেন কীভাবে? কী কী পদ্ধতিতে চট করে পাবেন নিজের নাম?
অন্যদিকে, BLO দের ঘাড়েই SIR-এ র মূল দায়িত্ব! কিন্তু কী করে জানবেন আপনার BLO কে? তাঁর কাছে যদি কিছু জানার থাকে তাহলে কী করবেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা সরাসরি Booth Level Officer বা BLO-র সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, ‘Book-a-Call with BLO’-র মাধ্যমে। তার জন্য ডাউনলোড করতে হবে ecinet অ্যাপ।
Connect with election officials- এ গিয়ে এপিক নম্বর টাইপ করলেই মিলবে BLO সংক্রান্ত তথ্য। পাশাপাশি, হেল্প লাইনও চালু করেছে ECI। টোল ফ্রি নম্বরটি হল 1800-11-1950। পরিষেবা মিলবে সকালে ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। ভোট সংক্রান্ত যে কোনও রকম তথ্য, মতামত এবং অভিযোগ জানানো যাবে 1950 নম্বরে। অভিযোগ জাবানো যাবে complaints@eci.gov.in মেল আইডিতে। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন স্থানীয় ভাষায় উত্তর দেওয়ার জন্য State Contact Centre বা SCC এবং Distric Contact Centre বা DCC তৈরি করা হয়। যে কোনও অভিযোগ ও প্রশ্নের জবাব দিতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে।


















