Arms Recovery: কলকাতার পর এবার পানিহাটি, রাজ্যে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
ABP Ananda Live: কলকাতার পর এবার উত্তর ২৪ পরগনার পানিহাটি। রাজ্যে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সোমবার রাতে পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলানা সেলিম রোডে, নঈম আনসারি নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় কামারহাটি ও খড়দা থানা। উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে কার্তুজ-বুলেট। অস্ত্র উদ্ধারের ঘটনায় লেগেছে রাজনীতির রং। শুভেনদু অধিকারী সোশাল মিডিয়ায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে ধৃত নঈম আনসারির ছবি পোস্ট করে লিখেছেন, বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নঈম আনসারিকে প্রায়শই নির্মল ঘোষের সাথে দেখা গিয়েছে। তিনি আরও লিখেছেন, পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নঈম আনসারি (নেপালি) আবার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে-র ডান হাত হিসেবেও এলাকায় পরিচিত রয়েছে। এবিষয়ে প্রতিক্রিয়ার জন্য নির্মল ঘোষকে ফোন করা হলে ফোন ধরেননি তিনি। যদিও, নঈমকে তৃণমূল কর্মী বলে স্বীকার করে নিয়েছেন পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দে।


















