WB News: 'আমায় ধরে নিয়ে যাওয়ার ছবি সিসিটিভি ফুটেজে নেই', অভিযোগ অত্যাচারিত চাঁচলের পরিবার
ABP Ananda LIVE : দিল্লি পুলিশের ভুয়ো ভিডিও-র তত্ত্বও খারিজ করল মালদার চাঁচলের পরিবার। 'যে জায়গাটায় দিল্লি পুলিশ নিয়ে যায়, সেই জায়গাটা দেখাচ্ছে না'। 'আমায় ধরে নিয়ে যাওয়ার ছবি সিসিটিভি ফুটেজে নেই'। 'আমাদের কাছ থেকে টাকা নেওয়ার ছবি সিসিটিভি ফুটেজে নেই'। 'আমাকে মারার ছবি সিসিটিভি ফুটেজে নেই'। দাবি, দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তোলা চাঁচলের পরিবারের।
BLO-দের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কমিশনের তদন্ত চান শুভেন্দু। BLO-দের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগে সরব শুভেন্দু। 'না জানিয়ে দিল্লিতে প্রশিক্ষণের অভিযোগে করেছেন মুখ্যমন্ত্রী'। 'সরকারি কর্মী বলে মনে করিয়ে BLO-দের হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী'। 'মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ভোট প্রক্রিয়ায় কারচুপি করার চক্রান্তের পর্দাফাঁস'। 'মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেই ১ হাজার BLO বদলের নির্দেশ'। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তদন্তের জন্য কমিশনকে আবেদন। 'BLO বদলের জন্য জেলা শাসকদের কাছে নির্দেশ সরকারের'। 'তদন্তে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিক কমিশন'। BLO-বদলের অভিযোগে তদন্ত চেয়ে দাবি শুভেন্দু অধিকারীর।


















