WB News: ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে পথে নামছে তৃণমূল, আজ বিকেলেই বীরভূমে যাচ্ছেন মমতা
ABP Ananda LIVE : ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে আজ পথে নামছে তৃণমূল। নানুর দিবস উপলক্ষ্যে বিকেলেই বীরভূমে যাচ্ছেন মমতা। সোমবার বোলপুরে পদযাত্রা। করবেন তৃণমূল নেত্রী। বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় -জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত আড়াই কিলোমিটার পথ হাঁটবেন।
আরও খবর...
যাত্রীভর্তি বিমানের চাকায় আগুন, উড়ানের ঠিক আগের মুহূর্তে ধোঁয়ায় ঢাকল চারিদিক, লাফিয়ে নামলেন যাত্রীরা
রানওয়ে ছেড়ে ওড়ার আগেই বিমানে আগুন। ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। সেই আবহে হুড়োহুড়ি পড়ে গেল। পড়িমরি করে বিমান থেকে লাফিয়ে বেরিয়ে এলেন যাত্রীরা। একজন আহত হয়েছেন বলেও খবর মিলছে। তবে মারাত্মক কিছু ঘটেনি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছে বলে খবর। (Plane Catches Fire)
আমেরিকার ডেনভার বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সময়য় অনুযায়ী, শনিবার সকালে আমেরিকান এয়ারলাইন্সের 3023 বিমানটি উড়ানের জন্য প্রস্তুতি দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে অবতরণের কথা ছিল মায়ামিতে। বিমানে সওয়ার ছিলেন ১৭৩ জন যাত্রী। (American Airlines Flight Fire)।কিন্তু উড়ানের ঠিক কয়েক মুহূর্ত আগে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টার মধ্য়েই হঠাৎ আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আপদকালীন সাইরেন বাজতে শুরু করে। আতঙ্ক ছড়ায় চারিদিকে।



















