WB News: প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আপত্তি,পোস্ট করে কর্তৃপক্ষকে আক্রমণে TMCP
ABP Ananda LIVE: TMCP-র প্রতিষ্ঠাদিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা। ২৮ অগাস্ট দুপুর ২ থেকে স্নাতকোত্তরের পরীক্ষা। পরীক্ষা সূচি নিয়েও আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের। 'দিল্লির ইশারায় চলা রাজনৈতিক অপকৌশল', পরীক্ষা সূচি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেনজির আক্রমণ TMCP-র রাজ্য সভাপতির। 'পরীক্ষা দিতে হবে, এটা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ নয়। দল দেখতে গেলে তো, সব দল দেখে পরীক্ষা করাতে হবে। দলের অনুষ্ঠানকে বিচার করে পরীক্ষা ফেলতে হবে এটাই তো অগণতান্ত্রিক', প্রতিক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র।
আরও খবর...
বিহারের পর পশ্চিমবঙ্গেও কি ভোটার তালিকায় বিশেষ সংশোধন?
জল্পনার মধ্যেই রাজ্যে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ। কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনার BLO-দের প্রশিক্ষণ। নজরুল মঞ্চে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ৫টি জেলার ১০৮ বিধানসভা এলাকার আধিকারিকদের প্রশিক্ষণ। কলকাতার ১১, হাওড়ার ১৬, নদিয়ার ১৭ বিধানসভা আসনের প্রশিক্ষণ। উত্তর ২৪ পরগনার ৩৩, দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনেরও প্রশিক্ষণ। ৫ জেলা মিলিয়ে মোট ৯৭২ জন বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ। কাল মেদিনীপুর ডিভিশন, সোমবার উত্তরবঙ্গের BLO-দের নিয়ে বৈঠক।



















