Nadia Bangladeshi Arrest: পুলিশের বিশেষ অভিযান, নদিয়ার হাঁসখালিতে জালে পাঁচ বাংলাদেশি ও এক দালাল
ABP Ananda Live: নদিয়ার হাঁসখালিতে জালে বাংলাদেশি। হাঁসখালির বড়চুপড়িয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযান। পুলিশের অভিযানে পাকড়াও পাঁচ বাংলাদেশি ও এক দালাল। ভারতে অনুপ্রবেশের পর ভিনরাজ্যে আশ্রয় বাংলাদেশিদের। দালালের সাহায্য়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই গ্রেফতার। ধৃতরা বাংলাদেশের বাগেরহাট, যশোর ও ঝিনাইদহের বাসিন্দা।
ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সমীক্ষা করতে এসে পুলিশের জালে ২ মহিলা সহ মোট ৯ জন
বাঁকুড়ার পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে সমীক্ষা করতে এসে পুলিশের জালে ২ মহিলা সহ মোট ৯ জন। আগে সমীক্ষার নাম করে এলাকায় এলাকায় ঘুরে নথি সংগ্রহর অভিযোগ মিলেছিল, খবর পুলিশ সূত্রে। তিনজনকে প্রথমে গ্রেফতার করা হয়, তাদের জেরা করে আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ভুয়ো পরিচয়পত্র মিলেছে। ভুয়ো পরিচয়পত্র দিয়ে মানুষকে প্রতারণা-সহ একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু।


















