WB Tab Scam: পূর্ব মেদিনীপুরের পর আরও ২ জেলায় ট্যাব-কেলেঙ্কারির অভিযোগ | ABP Ananda Live
ABP Ananda Live: মালদা ও উত্তর ২৪ পরগনায় ট্যাব-কেলেঙ্কারির অভিযোগ। ৩ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের জেলা স্কুল পরিদর্শকের। বনগাঁয় ২ স্কুলের ৩৮ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেইনি ট্যাবের টাকা! স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে, অভিযোগ প্রমাণে কঠোর ব্যবস্থা: মালদার জেলা শাসক। পূর্ব মেদিনীপুরের পর আরও ২ জেলায় ট্যাব-'কেলেঙ্কারি'।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'।
জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।
![Saline Contro: স্যালাইনকাণ্ড নিয়ে তোলপাড়, অপসারিত স্বাস্থ্য দফতরের স্পেশাল কমিশনার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/16/28c497ba5f67fa0c9911128529dae0541737013443444968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Fake Saline:এই ড্রাগ ব্যবহার করে যারা ক্ষতিগ্রস্ত,তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে:প্রধান বিচারপতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/16/650b2002f35652598a6d4ebcf50f58851737013278883968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![North Dinajpur News:গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি!২আসামিকে জেলে ফেরানোর সময় হামলা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/16/66c67966792d21831bc7dbc562367f3d1737012728561968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Saline Contro: স্যালাইনকাণ্ডে CID-র কাছ থেকে তদন্তভার যাবে CBI-এর হাতে? কেমন আছেন ৩ প্রসূতি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/16/91c2ab346282f9db15db7dd36187516e1737011730356968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata Ed Raid: সাতসকালে কলকাতা, হাওড়া-সহ ৩টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি | ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/16/9c3259f854c52239b204337b24e3e73a1737011046688968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)