এক্সপ্লোর
WB Voter List :ভোট যুদ্ধ শুরুর আগে বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ঘিরে রাজনৈতিক যুদ্ধ চরমে !
ABP Ananda LIVE : বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য প্রস্তুত। জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সঙ্কেত CEO দফতরের। জেলাভিত্তিক রিপোর্ট পাঠানো হল দিল্লির দফতরে। কমিশনকে 'SIR' বার্তা।
- বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য প্রস্তুত। জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সঙ্কেত CEO দফতরের। জেলাভিত্তিক রিপোর্ট পাঠানো হল দিল্লির দফতরে। বাংলায় বিন্যাস অনুযায়ী বাড়ছে বুথের সংখ্যা। বর্ধিত বুথ নিয়ে বিশেষ বৈঠক হবে সিইও দফতরে। কমিশনের নির্দেশের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে আবার, চরমে উঠেছে রাজ্য-কমিশন সংঘাত। CEO দফতরে ৩ শূন্যপদে নিয়োগে রাজ্যের পাঠানো প্যানেল খারিজ কমিশনের। ভোটের কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার। নতুন তালিকা চাইল কমিশন।
- না জেনে ফর্ম ফিলআপ করবেন না। নতুন করে নাম তোলার চক্রান্ত। এসআইআর-এনআরসিকে হাতিয়ার করে ফের সরব মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ভোটার তালিকা নিয়ে কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। 'আপনি লাফাতে থাকুন, বিজেপিকে ছেড়ে এখন কমিশনকে ধরেছে। তৃণমূলের বিসর্জন হবেই' পাল্টা আক্রমণ বিরোধী দলনেতার।
- ৪ অফিসারকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ নিয়ে ফের কমিশনকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। কোন রুলে অফিসারদের সাসপেন্ড? অম্বেডকর তো এই নিয়ম করে যাননি। সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
- ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক। প্রতিবাদের বিকল্প জায়গা জানাবে রাজ্য। প্রতিবাদ মৌলিক অধিকার। পর্যবেক্ষণ হাইকোর্টের। সরকারি সম্পত্তি নষ্ট নয়, শান্তিপূর্ণ আন্দোলনে সায় আদালতের।
জেলার
'এই চাকরি চোর সরকারকে তাড়াতেই হবে', হুঙ্কার সুকান্ত মজুমদারের
আরও দেখুন


















