Weather News: ফের নিম্নচাপ, কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে বৃষ্টি, চলবে সোমবার পর্যন্ত
ABP Ananda LIVE : নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিম্নচাপ কেটে যাওয়ার পরেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। সোমবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। গত দুই দিন আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে পৌঁছেছে। তবে রাত থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বাজ পড়ে একাধিক জনের মৃত্যু হয়েছে। কোথায় কোথায় ভারীর বৃষ্টির সম্ভাবনা ? বিস্তারিত জানাল আবহাওয়া দফতর।


















