Weather Report: দফায় দফায় বৃষ্টি, কাজের দিনে পথে বেরিয়ে নাকাল যাত্রীরা, কী বলছে আবহাওয়া দফতর?
ABP Ananda Live: রাত থেকে দফায় দফায় বৃষ্টি। বৃষ্টি চলছে সকালেও। কাজের দিনে পথে বেরিয়ে নাকাল যাত্রীরা। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে, কাল বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা। শুক্রবার সন্ধের পর থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়, একের পর এক দেশে বিধ্বংসী সুনামি সতর্কতা, তছনছ হতে পারে উপকূল
ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়। দেশের পূর্ব উপকূলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প । রিখটার স্কেলে মাত্রা ছিল ৮ দশমিক ৭ । ভূমিকম্পের পর জারি করা হয়েছে হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা । বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।ভূমিকম্পের পরে প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ অন্যান্য দেশে আঘাত আছড়ে পড়তে পারে দৈত্যাকার ঢেউ । সংবাদ সংস্থা এএফপি অনুসারে, মার্কিন সুনামি কেন্দ্র জানিয়েছে যে হাওয়াই এবং রাশিয়ায় তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ভয়াবহ।

















