Weather Report: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কালিম্পঙে জাতীয় সড়কে ধস | Weather News
ABP Ananda Live: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কালিম্পঙে জাতীয় সড়কে ধস । সেতিঝোরার কাছে ১০এ জাতীয় সড়কে ধস, রাস্তায় ফাটল। সিকিম থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ।
কঙ্কালসার রাস্তায় প্রাণ হাতে করে যাতায়াত, কলকাতায় বাড়ছে ভোগান্তি
দক্ষিণেশ্বর থেকে বিটি রোড সংযোগকারী রাস্তা। মাঝে রয়েছে আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর মন্দির, দক্ষিণেশ্বর স্টেশন ও মেট্রো স্টেশন। এই রাস্তা দিয়ে বহু মানুষের যাতায়াত। দক্ষিণেশ্বর থেকে বিটি রোড সংযোগকারী রাস্তার গোটাটাই বেহাল। কয়েকটি জায়গায় এখনও হাঁটু সমান জল। বড় বড় গর্ত থাকায় ওই রাস্তা এড়িয়ে চলছেন গাড়ি চালকরা। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার বর্ষায় রাস্তার এই হাল হয়। এবার জল কিছুতেই সরছে না। প্রায় দিনই টোটো উল্টে দুর্ঘটনা ঘটছে। কলকাতা বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বরগামী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের রাস্তার অবস্থাও খারাপ। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে থাকায় যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। সাময়িক মেরামতি হলেও, স্থায়ী সমাধান চাইছেন ভুক্তভোগীরা।




















