TMC-BJP Chaos: পার্কিং জোনের দখলদারি ঘিরে বছরের প্রথম দিনেই TMC- BJP-র ঝামেলায় উত্তপ্ত বকখালি
ABP Ananada Live: বিক্ষোভ, স্লোগান থেকে একে অপরকে দোষারোপ। পার্কিং জোনের দখলদারি ঘিরে বছরের প্রথম দিনেই তৃণমূল - বিজেপির ঝামেলায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বকখালি পর্যটন কেন্দ্র।
আরও খবর, বিচার এখনও মিলল না! যে প্রশ্নগুলো ঘিরে ধোঁয়াশা, তার কোনও সদুত্তরও এখনও তাদের কাছে নেই। সাড়ে ৪ মাস কেটে গেলেও এমনই দাবি আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবার। ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
কলকাতার বুকে কয়েক কোটির জাল জীবনদায়ী ওষুধের হদিশ মেলার পর, ক্রেতা ও বিক্রেতা, উভয়ের মধ্যেই ক্রমশ বাড়ছে আতঙ্ক। ওষুধ বিক্রি করতে গিয়ে ক্রেতাদের নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে জাল ওষুধ কিনে ফেলার ভয়ে বারবার যাচাই করে নিতে চাইছেন ক্রেতারাও।


















