WB Bye Election: বুধবার বিধানসভার উপনির্বাচন, তার আগে তুমুল তরজা যুযুধান শিবিরের। ABP Ananda Live
বুধবার বিধানসভার উপনির্বাচন (West Bengal assembly bye election)। তার আগে, গরুপাচার-সোনাপাচার থেকে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার এবং পুলিশকে ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। অন্যদিকে আজ দলীয় প্রার্থী কল্যাণ চৌবেকে নিয়ে মানিকতলায় (Maniktakla) মিছিল করলেন শুভেন্দু অধিকারী।
১০ জুলাই, বুধবার বাগদা-মানিকতলা সহ ৪ বিধানসভার উপনির্বাচন। তার আগে, বাগদার রাজনীতি আবর্তিত হচ্ছে গরুপাচার, সোনাপাচার থেকে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার এবং পুলিশকে ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে। বিধানসভা উপনির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে এদিন দলীয় প্রার্থী কল্যাণ চৌবেকে নিয়ে মানিকতলায় মিছিল করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কাঁকুড়গাছি থেকে উল্টোডাঙা হয়ে শ্যামবাজার পর্যন্ত মিছিল হয়। ১০ জুলাই বিধানসভা উপনির্বাচন। ফল ঘোষণা হবে ১৩ জুলাই।